কোম্পানীগঞ্জে জামায়াতের যুব বিভাগের বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক যুব দিবসে

Date:

মোহাম্মদ উল্যা মিরাজ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলাম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা’র যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা মসজিদ থেকে শুরু হয়ে দক্ষিণ বাজার হয়ে সিনেমা হল রোডের মোড় পর্যন্ত মিছিলটি প্রদক্ষিণ করে বসুরহাট জিরো পয়েন্ট এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠান সঞ্চালনা করেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং সভাপতিত্ব করেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসাইন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াত ইসলমীর নায়েবে আমীর নিজাম উদ্দিন ফারুকী, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, পৌরসভা জামায়াত সেক্রেটারি হেলাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি এইচ.এম নুর আলম ফয়সাল, বসুরহাট পৌরসভা যুব বিভাগের সভাপতি ইয়াকুব হোসেন,চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সমাজে যুবসমাজ হচ্ছে উন্নয়ন, পরিবর্তন ও নেতৃত্বের মূল চালিকা শক্তি। নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে উঠলে যুবকরা সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। তারা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকে শিক্ষিত, দক্ষ ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক যুব দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই র‌্যালির মাধ্যমে যুব সমাজকে সংগঠিত করা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে। একইসঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে বলেও তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রতিবছর ১২ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল “যুবকদের ক্ষমতায়ন, টেকসই ভবিষ্যৎ নির্মাণ”। এই উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করা হয়, যা যুব সমাজকে উন্নয়ন ও পরিবর্তনের পথে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করে।

র‍্যালিতে বিভিন্ন এলাকার হাজারও যুবক, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা, রঙিন ব্যানার ও ফেস্টুন নিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তায় প্রদক্ষিণ করেন। পুরো কর্মসূচিতে ছিল উৎসবমুখর পরিবেশে সমাবেশ শেষ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মাহফুজা খানম গণ্ডী ভাঙা আ’লো’র যাত্রী:লেলিন চৌধুরী

পয়লা বৈশাখে তাঁর জন্ম। এই দিনে বাঙালি বর্ষবরণের আবাহন...

কোম্পানীগঞ্জে ৩শ’ শিক্ষার্থীর বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলায় হানিফ আমেরিকান সিটির...

ফলোয়ার না বাড়লে প্রতিদিন এই ৪টি কাজ করুন, ১০গুন ফলোয়ার বাড়বে

প্রযুক্তি ডেস্ক :: ফেসবুক পেজ বা আইডিতে ফলোয়ার বাড়ানো...

চাটখিলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: "প্রযুক্তি নির্ভর যুবশক্তি'...