কোম্পানীগঞ্জে টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় ২৫ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শনিবার সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের দারুল সালাম মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এ সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো.কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন । এসময় উপস্থিত ছিলেন ,কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন ,কোম্পানীগঞ্জ বেসরকারী হাসপাতাল মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুস, আয়োজন কমিটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন প্রমূখ।

পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. আকিব উদ্দিন বলেন, এ প্রতিযোগীতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।

উদ্যোগটির সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দিন বলেন, অত্র এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজী হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করি। তার আলোকে ২৫ জনকে সাইকেল উপহার দেওয়া হয়।

সহকারী কমিশনার হাবেল উদ্দিন বলেন, এমন উদ্যোগ প্রত্যেকটি সমাজ ও প্রত্যেক গ্রামে নেয়া হলে সমাজ থেকে শিশু কিশোররা নামাজে উৎসাহিত হবে এবং সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাং এর প্রবণতা দ্রুত সময়ে মুছে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

সাতসকালে ঢাকা ছাড়লেন তাহসান-রোজা

অনলাইন ডেস্ক: সাতসকালে ঢাকা ছাড়লেন তাহসান-রোজাহানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান...

খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে লণ্ডন যাচ্ছেনযারা

জাতীয় টাইম ডেস্ক :উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (০৭ জানুয়ারি)...

‘ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেন যুবদলের বহিষ্কৃত নেতা’

টাইম ডেস্ক:‘বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে...

কোম্পানীগঞ্জে নির্বাহী অফিসার’র নম্বর ক্লোন শিক্ষকের কাছে টাকা দাবি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোন নম্বর...