নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না,বীর মুক্তিযোদ্ধা আবুু নাছের ,চরএলাহী ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রাজ্জাক,উপজেলা শিক্ষা অফিসার নুরুজ্জামান ।
পজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল বসেছে এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়। উদ্বোধন শেষে স্টলগুলো পরিদর্শন করেন নেতৃবৃন্দ। মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারী প্রদর্শনীদের মাঝে এবং কূপন বিজয়ীদের পুরস্কার
বিতরনের মধ্যদিয়ে শেষ হবে এই মেলা।