কোম্পানীগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে সনাতনী নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে শুক্রবার সকালে শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১৩টি পূজা মণ্ডপের প্রতিনিধি এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন—
নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন,বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক,সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন ছগীর,উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল,পৌর যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল,সদস্য সচিব ও কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুদ্দিন হায়দার এবং
ছাত্রদলের সাবেক আহবায়ক হোসেন মোহাম্মদ এরশাদ।সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—চরকাঁকড়া শ্রী দুর্গা মন্দিরের সভাপতি সন্তোষ কুমার মজুমদার,বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র দে,রামপুর ইউনিয়নের নরসিংহ দেবালয়ের সভাপতি তুষার কান্তি ভৌমিক এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব মাষ্টার অসীম মজুমদার।সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা সম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে পূজায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জব ব্যবসায়ী সমিতির লি:’র বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন

নোয়াখালী প্রতিনিধি :কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর ২০ তম...

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: জামসেদ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি...

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর হোসেন রতন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:আসন্ন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচনকে কেন্দ্র...

কোম্পানীগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ::সারাদেশের ন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আজ...