নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনা ঘটে ১১ জুলাই (শুক্রবার) বসুরহাট পৌরসভা ৩ নং ওয়ার্ডের রামদি গ্রামের ইউছুপ মিয়ার বাড়ীতে।
ভিকটিমের মা জানান, আমি রান্নাঘরে কাজ করতেছি এসময়ে আমার মেয়েকে পাশের ঘরের নুরনবী ঘরের মধ্যে একা পেয়ে তাকে ধর্ষণ করার জন্য ঘরে ঢুকে জোরপূর্বক ভাবে তার জামা কাপড় খুলে ফেলে। এসময় আমার মেয়ের চিৎকার শুনে আমি দৌড়ে এসে দেখি তার যৌন চাহিদা পূরণের জন্য আমার মেয়ের পরনের জামা কাপড় নষ্ট করে ফেলে। এসময়ে আমার চিৎকারে পাশ্ববর্তী মানুষজন এসে তাকে আটক করে।
এ দিকে স্থানীয় বিএনপি নামধারী কিছু লোক তাকে মামলা থেকে রক্ষা করতে একটি বৈঠক বসে। এব্যাপারে গণমাধ্যম কর্মীদের মধ্যে জানাজানি হলে তাদের বৈঠক ব্যর্থ হয়।পরে, পুলিশ ধর্ষণ চেষ্টা অভিযুক্ত নুরনবী (৪০) কে গ্রেফতার করে ।
এ বিষয় কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত ) বিমল কর্মকার বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা লাইলী বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। এর পরপরেই অভিযুক্ত নুরনবীকে রাতেই গ্রেফতার দেখিয়ে ১২ জুলাই সকালে তাকে কোর্টের মাধ্যমে জেলা কারাগরে প্রেরণ করা হয়েছে।