কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রমজান আলী সারেং বাড়িতে ১৮ মাস বয়সী রিয়া মনি পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। অপরদিকে, একই দিন সকালের দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেওয়ান আলী পাটোয়ারী বাড়িতে ১৮ মাস বয়সী লামিয়ার পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়।
নিতহ রিয়া মনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রমজান আলী সারেং বাড়ির মো. রাসেল’র মেয়ে। অপরদিকে, নিহত লামিয়া চরপার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এলাকার মালুমের গো বাড়ির রিপন মিয়ার মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত রিয়া মনির মা দুপুরের দিকে রান্নার কাজে ব্যস্ত ছিল। ওই সময় পরিবারের সদস্যদের অজান্তে সে পুকুরের পানি পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে মূমুর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে নিহত লামিয়ার পরিবার জানান, নানার বাড়িতে মায়ের সাথে বেড়াতে যায় লামিয়া। সকালে বাড়িতে খেলা করার এক পর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পুকুর থেকে লামিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনেরা।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।