কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিটের সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দীন,বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান ফারভীন, মুক্তিযোদ্ধা খিজির হায়াতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ এর সঙ্গেই রয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ।
রাষ্ট্রীয় উন্নয়নের অংশীদার বিভিন্ন বিভাগের সমন্বিত উদ্যোগ এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। নেতৃবৃন্দ আরো বলেন, সকলের মতামতের ভিত্তিতে মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করা গেলে রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণে এটি কার্যকর ভূমিকা রাখবে।
পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা শীর্ষক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীরা ৫টি গ্রুপে ভাগ হয়ে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সুপারিশ উপস্থাপন করেন।
কর্মশালায় সঞ্চালক ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ কামাল পারভেজ।
এ কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডাক্তার, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
তবে, কর্মশালায় শেষ পর্যন্ত কোন চেয়ারম্যানকে দেখা যায়নি। এতে উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দীন ক্ষোভ প্রকাশ করেন।