কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করণের লক্ষ্যে বসুরহাট পৌরসভার বাস্তবায়নে সহনশীল দক্ষতা উন্নয়ন বিষয়ক সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বসুরহাট পৌরসভা প্রশাসক তানভীর ফরহাদ শামীম।
এসময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও বাজার ব্যবসায় কমিটির সভাপতি আবদুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মোশাররফ হোসাইন, কাউন্সিলর নুরনবী সবুজ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভার সচিব আবদুল হালিমসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বসুরহাট পৌরসভা প্রশাসক তানভীর ফরহাদ শামীম বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। সরকার পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছেন। একই উদ্দেশে এসব নারীদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান করেছেন বলে জানান তিনি।