কোম্পানীগঞ্জে বিএনপি নেতা তোতা হত্যা মামলায় গ্রেফতার আরও ১

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলা আজিজুল হক খোকন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে চরএলাহী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজিজুল হক খোকন (৫০) চরএলাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে বিএনপি নেতা তোতা হত্যা মামলায় এজাহারের ৭ নং আসামী ও চর এলাহী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের বড় ভাই।

এর আগে গত ৬ অক্টোবর একই মামলায় বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে পাঠানোর নির্দেশ দেয় নোয়াখালীর বিচারিক আদালত। কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গ্রেফতারকৃত খোকনকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৯টায় চরএলাহী বাজারের নুরুল হুদার ফলের দোকানে বসা অবস্থায় সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতিন তোতার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তোতা গুরুত্বর আহত হয়। আহত তোতাকে উদ্ধার করে নোয়াখালী থেকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হলে ৪দিন চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ আগস্ট শুক্রবার তোতা মৃত্যুবরণ করে। এঘটনায় চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইসমাইলসহ ৩১ জনকে আসামী করে মামলা দায়ের করে তোতার ছেলে মো. ইসমাইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

আসছে নুতন জোট “যুক্তফ্রন্ট “

টাইম ডেস্ক: আওয়ামী লীগ ও বিএনপির মতো বুর্জোয়া রাজনৈতিক শক্তিকে...

সমাধান একটাই যুক্তফ্রন্ট

সেটা হলো ৮০ জনের দলের স্বতন্ত্র অবস্থান চাই– বুর্জোয়া...

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের’র বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি,বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক...

উদীচী নোয়াখালী জেলা সংসদ’র সম্মেলন মামুন সভাপতি, অজয় সাধারণ সম্পাদক

টাইম ডেস্ক :"আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবোনা কখনোই...