এএইচএম মান্নান মুন্না :: কোম্পানীগঞ্জে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণে তাঁদের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত,দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।
১৫ ডিসেম্বর বিকাল ৪ টায় চর ফকিরা ইউনিয়ন ১৬ নম্বর স্লুইসগেট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানে এ আয়োজন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী, সহকারী কমিশনার( ভূমি) পিয়াস চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, মুক্তিযোদ্ধা আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়েদুল হক কচিসহ বীর মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,১৯৭১ এর ০৪ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ দক্ষিণে বেড়ীবাঁধে ঘটে যায় এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ। সেই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়েছিল বামনী এলাকায় মুক্তিযোদ্ধাদের সিভিল অপারেশনকে কেন্দ্র করে । মুক্তিযোদ্ধারা দু’’দলে বিভক্ত হয়ে খিজির হায়াতের কমান্ডে একটি দল রামপুর অপর দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের কমান্ডে অন্যদলটি মুছাপুর অপারেশনে বের হয় চরফকিরা ইউনিয়নের বাঞ্জারাম বামনী বেড়ী বাঁধের মাঝামাঝি স্থানে গেলে শুরু হয় মুখোমুখি যুদ্ধ । বেড়ী বাঁধে রণাঙ্গনে ১৫ নম্বর স্লুইস এর সেই যুদ্ধে শহীদ হয়ে ছিলেন কিশোর মুক্তিযোদ্ধা আমান উল্যা ( ফারুক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র এবং নোয়াখালী চৌমুহনী কলেজের প্রাক্তন ছাত্র ছালেহ আহাম্মদ মজুমদার , টগবগে তরুন মোস্তফা কামাল ভুলু, আবদুর রব বাবু, আক্তারুজ্জামান লাতু ও ইসমাঈল হোসেন। তাঁদের স্মরণে প্রতি বছর ১৫ ডিসেম্বর সমাধীস্থলে প্রশাসনের উদ্যোগ এ আয়োজন করা হয়।