নুর উদ্দিন মুরাদ :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলায় আগের ৯৯ জনসহ মোট আক্রান্ত ১০৬ জন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ সেলিম জানান, ২৯ জুন তাদের নমুনা সংগ্রহ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছিল। বুধবার (১ জুলাই) দুপুর ১২ টায় তাদের রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে।
আক্রান্তরা হলেন,চরহাজারী ৭ নং ওয়ার্ডের ফেরদৌস আরা বেগম,চরপার্বতী ৮ নং ওয়ার্ডের প্রবোদ মজুমদার ও একই ওয়ার্ডের লাভন্য প্রভা মজুমদার,স্বাস্থ্য সহকারী মো. ইসমাইল,রামপুর ৯ নং ওয়ার্ডের আমেনা বেগম,চরফকিরা ৭ নং ওয়ার্ডের আহসান উল্যাহ্, মুছাপুর ৯ নং ওয়ার্ডের মো.মিজান। আক্রান্তদের মধ্যে শারীরিক অবস্থা দেখে বাড়ীতে আইসোলশন ব্যাবস্থা করা হবে এবং যাদের শারীরিক অবস্থা ভালো নয় তাদের নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত আইসোলশনে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে কোম্পানীগঞ্জ উপজেলায় ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, তার মধ্যে ২৯ জন সুস্থ্য হয়েছেন।