নুর উদ্দিন মুরাদ :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনার সংকটকালীন পরিস্থিতিতে হাজারীহাট উচ্চ বিদ্যালয়ের এক্স-স্টুডেন্ট’স ফোরাম এর উদ্যোগে এবং প্রাক্তন ছাত্রদের আর্থিক সহায়তায় অসহায় ছাত্রদের মাঝে খাদ্যসামগ্রী -সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে খাদ্যসামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুরহাট পৌরমেয়র আবদুল কাদের মির্জা।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস.এম রফিক খাঁন, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি সুলতান আহমেদ চৌধুরী,চরহাজারী ইউনিয়ন চেয়ারম্যান মো.নুরুল হুদা,সাবেক স্কুল সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি মো.নুরুল করিম জুয়েল প্রমুখ।
এসময় বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস ফোরামের সদস্য সারোয়ার সবুজ,আকবর হোসেন শামীম, মো.নুর নবী পাভেল,আরিফুর রহমান,কামরুল হাসান রুবেল,নুর উদ্দিন নূর্মিন,বোরহান উদ্দিন মিঠু’র আয়োজনে অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
এবিষয়ে বিতরন কার্যক্রমের আহবায়ক সাইফুল ইসলাম আপেল বলেন, যেকোনো দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানোই হচ্ছে এ বিদ্যালয়ের সংগঠনের ব্রত। সে কারণে চলমান করোনাভাইরাসের আতঙ্কে অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছে এ সংগঠনটি।এখানে প্রাক্তন ছাত্রদের অর্থায়নে এ উদ্যোগটি সফল হয়েছে। সে কারনে আমি সবাইকে ধন্যবাদ জানাই। ভবির্ষতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।