খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Date:

নোয়াখালী প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪ঘটিকায় মধ্যম চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী- ৫ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সদ্য প্রয়াত আমাদের মাতৃতুল্য নেত্রী তার রাজনৈতিক আপসহীন নেতৃত্বের মাধ্যমে আমাদের হৃদয় স্থান করে নিয়ে ছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।
তিনি আরো বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা প্রণয়ন করেছেন সেটি বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। মিলাদ মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়া,তারেক রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ এর জান্নাত কামনা করেন তিনি।

আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অন্যানদের মাঝে বক্তব্য রাখেন উপজলা বিএনপির সাবেক সভাপতি নূরুল আলম শিকাদার, সিনিয়র সহসভাপতি আহছান উল্যাহ মানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন বাহার, সিনিয়র সহ সভাপতি আব্দুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান টিপু,সাবেক যুবদল সভাপতি সিরাজ উল্যাহ মিলন, বেলায়েত হোসেন, সালেহ উদ্দীন কামরুল,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি বরহান উদ্দীন মুক্কি,ইমরান হোসেন, শাহেদ আলী,আনোয়ার হোসেন, মোহাম্মদ ইব্রাহীম, আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনায় করেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল সাবেক যুগ্ন আহবায়ক আজিজুল হক
রাজু।
শেষে,দোয়া পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদ খতিব মুফতি ইব্রাহীম খলিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালী বিভাগ চাই

বিভাগ চাই বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই উন্নয়নের সেরা...

নোয়াখালী-৫ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১১

নোয়াখালী প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট...

কোম্পানীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সমাজ সেবা দিবস...

অব্যাহতির পর ধানের শীষে ঐক্যের আহ্বান বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম’র

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী–৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো....