চাটখিল পৌরবাজারে থামছে না চুরি, নাইট গার্ড থাকার পরও নিরাপত্তাহীনতায় ব্যবসা প্রতিষ্ঠান

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল থেকে :: নোয়াখালী চাটখিল পৌরবাজারে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার চরম অভাব পড়েছে। চোরের থেকে রেহাই পাচ্ছে না ছোট থেকে বড় প্রতিষ্ঠান গুলোও। আজ বৃহস্পতিবার চাটখিল দক্ষিণ বাজার খোকন ভিডিও গলির ৬নং ওয়ার্ড কমিশনার এ বি এম জসিম উদ্দিন এর পশ্চিম পার্শ্বের দোকান মাহের মটর রিপেয়ারিং ওয়ার্কসপ ও মেহেদী কসমিটিক্স এ চুরির ঘটনা ঘটে।

এতে মাহের মটর এর মালিক হেলাল জানান, দোকানের আমার ১৫০ কেজি তামার তার ও ওয়াল্ডিং মেশিনের ১৫ কেজি তার ছিল। কাল রাতে চোর দোকানের চালের উপরের টিনশেড কেটে তা নিয়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার মাল চুরি হয়। এছাড়াও মেহেদী কসমিটিক্স এর দোকান ঘরের চালের টিন কেটে ৫০ হাজার টাকার মাল চুরি হওয়ারও খবর পাওয়া যায়। এতে ব্যবসায়ীদের মাঝে নাইট গার্ড এর উপর চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

পাশের ব্যবসায়ী জাবেদ জানান, বাজারের নাইট গার্ডদের প্রতি মাসে চাঁদা দেওয়া হয় এবং বিভিন্ন মৌসুমে বকসিস প্রদান করা হয় কিন্তু এতো কিছু দেওয়ার পরও চুরি হওয়ার কারণ কি আমার বুঝে আসে না।

স্থানীয় লোকজন বলেন, নাইট গার্ডদের আমরা অনেক সময় বিভিন্ন স্থানে বসে গল্প করতে দেখেছি। এ সব ক্ষেত্রে তাদের চরম অবহেলা রয়েছে। বিগত কয়েক মাসের মধ্যে প্রায় ৫০টি দোকানে চুরি হয়েছে।

বাজার কমিটির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া কেসিম দু:খ প্রকাশ করে জানান, বাজারের নাইট গার্ডের সাথে কথা বলবেন বলে আশ্বাস প্রদান করেন এবং থানায় অভিযোগের পরামর্শ দেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জের নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলে আটক

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ২২দিনের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে...

মুছাপুর ডাকাতিয়া নদীর ভাঙন রোধে গতিপথ পরিবর্তনে ড্রেজিং কাজ শুরু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :মুছাপুর ডাকাতিয়া নদী ভাঙ্গন রোধে নদী খননের...

মুছাপুর ডাকাতিয়া নদীর ভাঙন রোধে গতিপথ পরিবর্তনে ড্রেজিং কাজ শুরু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: মুছাপুর ডাকাতিয়া নদী ভাঙ্গন রোধে...

হাসিনা-কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

টাইমস ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই-আগস্টে সংঘটিত...