মোহাম্মদ আমান উল্যা, প্রতিনিধি, চাটখিল: ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য কে সামনে রেখে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
বুধবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সহকারি মাধ্যমিক অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা আইসিটি অফিসার মিজানুর রহমান, উপজেলা মৎস অফিসার আনোয়ার হোসেন পাইলট, বিআরডিবি অফিসার আজগর হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার সাব্বির আহমেদ, উপজেলা সমবায় অফিসার, মনির হোসেন, সমাজসেবা অফিসার মো: আলী হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে, সবার যোগাযোগ ও কমিউনিকেশন রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে হতে হবে। নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। যুবকরা সবাই কম্পিউটার শিখতে হবে। ঘরে বসে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যে বিক্রয় করতে হবে। আলোচনা সভা শেষে ৬জন যুবক যুবতীর মাঝে আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচির আওতায় ৪ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক ও প্রথম ধাপে ৩০ জন যুবক যুবতীর পারিবারিক সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহনকরী মাঝে সনদপত্র বিতরণ করা হয়।