মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী চাটখিলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আজ ২৩ শে জুলাই রবিবার দুপুরে চাটখিল বাজারে ৪ ক্লিনিকে ৫০ হাজার অর্থদন্ড করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া।
আদালত সূত্রে জানা যায়, চাটখিল ডায়াগনস্টিক সেন্টার (সিডিসি) তে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ও পরীক্ষা নিরীক্ষায় মূল্য তালিকা থেকে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও লাইসেন্স নবায়ন না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ মেডিসিন থাকায় এবং নিজে ডাক্তার না হয়ে চিকিৎসা করায় মনির ডেন্টাল কে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আল বারাকা হাসপাতালে কিডনি পরীক্ষার মেডিসিন মেয়াদ উত্তীর্ণ থাকায় ও ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এর কোন কাগজ না থাকায় ও নিয়মিত হাজিরা খাতায় অনিয়ম এবং লাইসেন্স নবায়ন না করায়, ভোক্তা অধিকার আইন ৫২ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে, এহসানিয়া হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় মূল্য তালিকা থেকে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে ভোক্তা অধিকার আইন ১৯৮২ এর ১৩ ধারা মোতাবেক ৫০০০ অর্থদণ্ড এবং এক্সরে টেকনিশিয়ান না থাকায় এক্সরে রুমকে সিলগালা করা হয়েছে। এছাড়াও চাটখিল সেন্ট্রাল হাসপাতাল ও চাটখিল চক্ষু হাসপাতালে কোন অনিয়ম পাওয়া যায়নি।
ভ্রাম্যমান আদালত সহযোগিতায় ছিলেন, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শহিদুল আহমেদ নয়ন, মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল, স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম, সিএ মোশারফ হোসেন, জাবায়রুল আহমেদ ফয়সাল, থানার এএসআই জাফর সহ পুলিশ সদস্যদের একটি টিম।