নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন,হিন্দু ধর্মাবলম্বীদের সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপের নিরাপত্তা দেওয়া আমাদের সকলের দায়িত্ব । কারণ ওরা আমাদের ভাই, ওদের উৎসবে যেন কেউ বাধার সৃষ্টি করতে না পারে। এদের পাশে দাঁড়ানো দায়িত্ব আমাদের সকল বিএনপি নেতাকর্মীদের।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে
দূর্গা পূজামণ্ডপের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
মো. ফখরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের উপর অন্যায়-অত্যাচার করে পালিয়ে গেছে। ওই সম্প্রদায়ের লোকেরা এখন আগের চেয়ে বেশি নিরাপদ। কারণ সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকার সকল পূজামণ্ডপ পাহারা দেবে দলের নেতা-কর্মীরা।
মো. ফখরুল ইসলাম বলেন, কোম্পানীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর অত্যাচার করেছে পলাতক ওবায়দুল কাদেরের ভাই সন্ত্রাসী কাদের মির্জা। এ এলাকায় যাতে কাদের মির্জার মতো আর কোনো সন্ত্রাসীর জন্ম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সভায় বৃন্দাবন মহাজন বাড়ি দূর্গা মন্দিরের সভাপতি সন্তোষ কুমার ভৌমিক’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদের হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমিত মজুমদার,
কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার, বসুরহাট জগন্নাথ মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র দে প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ছোটন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান টিপু পাটোয়ারি, উপজেলা ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচএম আজিজ আজমীর প্রমুখ উপস্থিত ছিলেন।