সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সদর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন ইউনিয়নের পাঁচ প্রার্থীকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিনটি প্রচার মাইক ও শব্দযন্ত্র জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দেয়ালে পোস্টার সাঁটানোসহ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে নেয়াজপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা পাটোয়ারীকে ১০ হাজার, এওজবালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনকে আট হাজার, সদস্য প্রার্থী মো. বাহারকে ১০ হাজার, নিজাম উদ্দিনকে আট হাজার ও মো. স্বপনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া নির্বাচনী বিধিভঙ্গের দায়ে এওজবালিয়া ও কাদিরহানিফ ইউনিয়ন থেকে তিনটি প্রচার মাইক ও শব্দযন্ত্র জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল হক।
আগামী ২৬ ডিসেম্বর নোয়াখালী সদর উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।