নোয়াখালী থেকেই করোনার সনদ নিতে পারবেন বিদেশগামীরা

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালী থেকে বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সনদ দেবে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পাঠানো এক পত্রে তিনি উল্লেখ করেন, গত ১৬ জুলাই এক পত্রে বিদেশগমনেচ্ছু বাংলাদেশি যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রদানের জন্য সারা দেশে ১৬টি হাসপাতাল/প্রতিষ্ঠানকে মনোনয়ন করা হয়েছে। উক্ত হাসপাতাল ও প্রতিষ্ঠানসমুহের সঙ্গে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজকে কোভিড-১৯ পরীক্ষার সনদ প্রদানের জন্য নির্দেশক্রমে অন্তভুর্ক্ত করা হলো। উক্ত মেডিকেল কলেজে সম্পন্নকৃত কোভিড-১৯ মুক্ত সনদ দেশের বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে প্রদর্শন করে বিদেশ গমনের বিষয়ে অনুমতি প্রদানের জন্যও অনুরোধ করা হলো। এছাড়া নমুনা সংগ্রহসহ আনুষাঙ্গিক কার্যক্রম গ্রহণের জন্য সিভিল সার্জন অফিসকেও নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে গত ১৬ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা পত্রে জানানো হয়, নোয়াখালী জেলার বিদেশগামীদের করোনা পরীক্ষার ফলাফল ও সনদ দেবে কুমিল্লা মেডিকেল কলেজ। নোয়াখালী সিভিল সার্জন অফিসের বুথে বিদেশগামীরা যাওয়ার ৭২ ঘণ্টা আগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নমুনা দেয়ার পর সেটি কুমিল্লা মেডিকেল কলেজে পাঠিয়ে পরীক্ষার সনদ দেয়ার কথা জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে প্রবাসী অধ্যুষিত নোয়াখালীতে মিশ্র প্রতিক্রিয়া দেয়া দেয়। যেখানে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে, সেখানে এ দুটি কাছের প্রতিষ্ঠান বাদ দিয়ে অনেক দূরের জেলা কুমিল্লা থেকে করোনা পরীক্ষার সনদ নিতে রাজি হননি অনেকেই।

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, প্রায় সাড়ে চার লাখ লোক বিশ্বের বিভিন্ন দেশে থাকে। নোয়াখালী প্রবাসী অধ্যুষিত জেলা। বিদেশগামীদের করোনামুক্ত সনদ দেয়ার বিষয়টি তিনি জানতে পেরে স্বাস্থ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা করার জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজকে সংযুক্ত করার আবেদন জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় একটি পত্র দেন। ওই পত্র তারা পেয়ে বিকেলেই আরও একটি পত্র জারি করেন যেখানে দেশের ১৬টি প্রতিষ্ঠানের সঙ্গে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও বিদেশগামীদের করোনা পরীক্ষার নুমনার ফলাফল দেয়ার সিদ্ধান্ত দেয়া হয়।

তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে নোয়াখালীবাসীর জন্য সুখবর। কারণ বিদেশেগামীরা অতি সহজে ও অল্প সময়ে নিজ জেলায় করোনা পরীক্ষার সনদ নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

চাটখিলে স্কয়ার হাসপাতালের এমডির বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:চাটখিল স্কয়ার হাসপাতাল (প্রাইভেট)...

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে সেতুমন্ত্রীর ভাই-ভাগ্নেসহ ১০জনের মনোনয়ন দাখিল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ষষ্ঠ উপজেলা পরিষদের ৪র্থ ধাপের...

ঢাকায় শ্রমজীবী ও তৃষ্ণার্ত মানুষের পাশে পানি নিয়ে দাঁড়ালেন জাতীয় যুবজোট

স্টাফ রিপোর্টার :: তীব্র দাবদাহে বিপাকে পড়েছে খেটে খাওয়া...

ফেনীতে সড়ক ভবনে সেন্টুর নেতৃত্বে ঠিকাদারের প্রতিনিধিকে মারধরের অভিযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ফেনীতে ঠিকাদারি এক প্রতিষ্ঠানের প্রতিনিধিকে...