ন্যায্য দাবি
নুশরাত রুমু
চাইছি বিভাগ দিতেই হবে
না পাওয়া এই অধিকার
নোয়াখালী বিভাগ বানাও
তালবাহানা চাই না আর।
আর রবো না পিছে পড়ে
সইব না আর বঞ্চনা
ঐতিহ্যের নোয়াখালী
খেল তামাশার মঞ্চ না।
যেমন তেমন সিদ্ধান্তের
জানাই তীব্র প্রতিবাদ
ন্যায্য দাবি বিভাগ চাই
উঠেছে তাই লাখো হাত।
সারা বাংলায় দে জানিয়ে
কইরে তোরা আওয়াজ দে
আসছে সুদিন উন্নয়নের
এখন তারই সুবাস নে।
দিন পেরোল অবহেলার
নোয়াখালী জেগেছে
স্লোগান শুনে সব তরুণের
রক্তে আগুন লেগেছে।