নোয়াখালী ৫ আসনে ফখরুল ইসলাম বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন

Date:

নোয়াখালী প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ,কবিরহাট ও সদর উপজেলার আংশিক) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ফখরুল ইসলাম।

মনোনয়ন প্রাপ্তির পর তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ,লাখো-কোটি শুকরিয়া মহান রবের দরবারে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন,স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া নোয়াখালী-৫ আসনের বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটার ভাই,বোনদের সহযোগিতা কামনা করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পোস্টের শেষাংশে তিনি বলেন,আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
এদিকে ফখরুল ইসলামের মনোনয়ন ঘোষণার পর নোয়াখালী-৫ আসনের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে জানান স্থানীয় নেতারা।
স্থানীয় রাজনৈতিক দলের নাম প্রকাশে অনিচ্ছুক  নেতাদের মতে, এই মনোনয়ন আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নোয়াখালী-৫ আসন’র বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম’র বিজয় ঠেকাতে গায়েবী মামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে ধানের শীষের বিজয় ঠেকাতে বিএনপি...

বিটিএ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমির হোসেন, সম্পাদক জাহাঙ্গীর আলম

নোয়াখালী প্রতিনিধি:বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিক...

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: দক্ষতা নিয়ে বিদেশে গমন, রেমিটেন্সে...

বসুরহাট পাঠাগার’র আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নোয়াখালী প্রতিনিধি:কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কেন্দ্রস্থলে শহীদ মিনারের পাদদেশে...