নোয়াখালীতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন পুলিশ কনস্টেবল

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সদরে পুলিশ লাইন্সের সামনে রাস্তায় কুড়িয়ে পাওয়া বিশ হাজার টাকা তার মালিককে ফেরত দিয়েছেন নোয়াখালী পুলিশ লাইন্স গেইটে দায়িত্ব পালনকারী পুলিশ কনস্টেবল সুমন।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা-৬ টার দিকে দিকে প্রকৃত মালিককে টাকা গুলো ফেরত দেন তিনি।

পুলিশ কনস্টেবল সুমন জানান,  শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি পুলিশ লাইন্স ১ নং গেইটে দায়িত্ব পালন কালে জেলখানা রোডের ওপর কিছু টাকা পড়ে থাকতে দেখেন। পথের ওপর পড়ে থাকা টাকা গুনে দেখেন টাকার পরিমান বিশ হাজার।
তিনি তাৎক্ষনিক কুড়িয়ে পাওয়া টাকার বিষয়টি ঊধর্বতন কর্মকর্তাকে অবগত করেন।

এর কিছুক্ষণ পর এক ব্যক্তি রাস্তায় কিছু খুঁজতে দেখে কনস্টবল সুমন লোকটিকে জিজ্ঞাসা করলে লোকটি তার কাছে থাকা বিশ হাজার টাকা হারিয়েছেন বলে জানান। পরে বিষয়টি জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনকে জানালে তার নির্দেশক্রমে কুড়িয়ে পাওয়া টাকার সাথে ওই ব্যক্তির টাকার বর্ণনার মিল থাকায় টাকার প্রকৃত মালিক মো. হারুনুর রশিদকে ওই টাকা বুঝিয়ে দেওয়া হয়।

হারানো টাকা ফেরত পেয়ে হারুনুর রশিদ বলেন, বর্তমান সময়ে সুমনের মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, কনস্টেবল সুমন সততার পরিচয় দেওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

নামাজে জানাজা শেষে আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

টাইম রিপোর্ট :চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার...

কোথায় আছেন ওবায়দুল কাদের? মির্জা ফখরুল দাওয়াত দিয়েছেন!

টাইম রিপোর্ট :ওবায়দুল কাদের আসলে কোথায়- এ প্রশ্ন সর্বত্র।...

ইসকনকে দেশছাড়া করা আমাদের জন্য হাতের ময়লা:সারজিস আলম

টাইম রিপোর্ট :বৈষ্যমবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি...

শহীদ ডা. মিলন দিবসে জাসদের আলোচনাসভা দেশে রাজনৈতক ও শাসন শূন্যতা চলছে

টাইম রিপোর্ট :১৯৯০ এর ঐতিহাসিক গন-অভ্যূত্থানের মহান শহীদ জাসদ...