নোয়াখালী প্রতিনিধি,
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উদ্যোগে নোয়াখালী মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ৭ই ডিসেম্বর সকাল ১০টায় নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে একটি বিজয় র্যালী জেলা শহর প্রদক্ষিণ করে জেলা মুক্ত স্কয়ার মঞ্চে গিয়ে শেষ হয়। বিজয়ের র্যালী
শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্মরণমূলক আলোচনা ও পুষ্পস্তক অর্পণ করা হয়।
‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণমূলক আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বাঙালির চেতনা, যুদ্ধ বাঙালির অধিকার। যা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বাঙালি জাতির পরিচয়, বাঙালির ঐতিহ্য শিল্প সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে।
আলোচনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ- সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নোয়াখালী। বীর মুক্তিযোদ্ধা তরিকুল্লা জিন্না সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নোয়াখালী। কামাক্ষা চন্দ্র দাস- কার্যকারি সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, জেলা শাখা।
অনুষ্ঠান সঞ্চলনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা সন্তান সাইফুল ইসলাম রাসেল
এসময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধার সন্তান দিদারুল ইসলাম, ফকরুল ইসলাম ইয়াসিন আহ্বায়ক, জেলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, নাজমুল হোসেন ডালিম, কাজী ফাহাদ-সদস্য সচিব, কবিরা হাট মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, নূরনবী শাহজাহান, আলমগীর হোসেন, আব্দুর রহিম রাব্বি, নাজিম উদ্দীন, মমিনুর রহমান এরশাদ, ফায়সাল আহম্মেদ ভুঁইয়া এবং আলাউদ্দীন সুজন।