কে বলেছে মুজিব নেই
নুশরাত রুমু
কে বলেছে মুজিব নেই ! বঙ্গবন্ধু নেই !
বঙ্গবন্ধু কেবল মানুষ নন।
তিনি একটি স্বপ্নের নাম!
স্বাধীন বাংলার স্বপ্ন ছিল
যাঁর আবেগি চোখে।
বঙ্গবন্ধু এক শক্তির নাম!
যাঁর জ্বালাময়ী ভাষণের
প্রতিটি দীপ্ত উচ্চারণে
জেগে উঠেছিল সাত কোটি বাঙালি।
যাঁর উত্থিত আঙুল দেখে আজও
সংগ্রামীরা উজ্জীবিত হয়।
ফসলের মাঠে, নদীর ধারে, রাজপথে,
শহরে, গ্রামে কোথায় নেই বঙ্গবন্ধু ?
বুকে হাত দিয়ে জাতীয় সংগীত গাওয়া
প্রতিটি প্রাণে আছেন বঙ্গবন্ধু।
কুচক্রীর বিক্ষুব্ধ বুলেটেও
তার কণ্ঠরোধ হয়নি,
বরং সর্বোচ্চ শক্তির আধার হয়ে
বিরাজিত তিনি
বাঙালির অন্তরে, পৃথিবীর প্রান্তরে।
খোকা ও বঙ্গবন্ধু
নুশরাত রুমু
খোকা আমার খুব সাহসী
বলছে যে তার মা
সবার দুখে যায় এগিয়ে
থামতে জানে না।
খালের পাড়ে বসে খোকা
মাছরাঙাটা দেখে
বাড়ি ফিরে গল্প বলে
নানান চিত্র এঁকে।
দিনে দিনে হচ্ছে বড়
করছে পড়াশোনা
দেশকে নিয়ে শুরু হলো
খোকার স্বপ্ন বোনা।
দেশের অধিকারের কথা
বলে পথে নেমে
জেলে গিয়ে আন্দোলনটা
যায়নি তবু থেমে।
দেশের মানুষ ভালোবেসে
দিলো তাকে মান
বঙ্গবন্ধু হলেন খোকা
বাংলাদেশের প্রাণ।