কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে মোমবাতি নিয়ে শিক্ষার্থীরা সমস্বরে দেশাত্মবোধক গান পরিবেশ করা হয়।
আয়োজনে সঞ্চালনা করেন রাশেদুন নবী ইফতি ও হাবিবুন নবী সৃষ্টি’র যৌথ সঞ্চলনায় বক্তব্য রাখেন, ইফরাতুল হাসান রাহিম, নূর উদ্দিন রাজুসহ নেতৃবৃন্দ। এসময়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচকরা কোম্পানীগঞ্জে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ব্যাপারে জোর দেন এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের তাদের নিজ নিজ ক্যাম্পাসে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের উল্লেখযোগ্য ভূমিকার কথা উল্লেখ করে শিক্ষার্থীরা পুলিশকে অভয় দেন।অপর দিকে তাদের সহযোগীতা করার আশ্বাস দেন। সর্বোপরি, এলাকায় সম্প্রীতি বজায় রাখা, অসাম্প্রদায়িক পরিবেশ রক্ষা করা, আইনের শাষন প্রতিষ্ঠা করা এবং অস্থির অবস্থা স্বাভাবিক করার ব্যাপারে নেতৃবৃন্দ আলোকপাত করেন।