নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের।
আজ বিকাল ৩ ঘটিকায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক এর মধ্যদিয়ে এ কর্মসূচী পালন করেন ।কর্মসূর্চীতে রয়েছে বিশেষ দোয়া, প্রার্থনা ,বুদ্ধিজীবী স্মরণে এক মিনিট নিরবতা পালন ,আলোচনা সভা ,
বিকাল সাড়ে ৩ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর’র সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ছামিউল ইসলাম ,উপজেলা প্রকৌশলী শেখ মাফুজুল হোসাইন , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আলমগীর হোসেন ,মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না ,কোম্পানীগঞ্জ অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন ,থানা পরিদর্শক (ওসি তদন্ত )মিজানুর রহমান ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মো:কামাল ফারভেজ ।উপজেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তি যোদ্ধা আবু নাছের ও মুক্তিযোদ্ধা আজিজুল হক ,শিক্ষক আনোয়ারুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
অপর দিকে সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে ও মুক্তিযুদ্ধের স্মৃতি ভাষ্কর্যে প্রদীপ প্রজ্বলন করেন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ মুক্তিযোদ্ধারা ।