কোম্পানীগঞ্জ প্রতিনিধি :মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) সকাল ১১টায় বামনী বাজারস্থ নির্বাচনী কার্যালয়ে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন ৬নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার চৌধুরী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ নির্বাচন একটি কলংকিত নির্বাচন হয়েছে। মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আমাদেরকে নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিলেও ভাগিনাকে জিতানোর জন্য অর্থ দিয়ে প্রশাসনকে আমার বিরুদ্ধে অবস্থান নেয়া হয়েছে। বিশেষ করে নির্বাচনের তিনদিন আগ থেকে কোটি কোটি টাকা দিয়ে ভোটরাদের কিনে নেয়া হয়েছে। ভোটের আগের দিন রাতে প্রশাসনকে অর্থ দিয়ে কিনে নেয়া হয়েছে। স্ট্রাইকিং ফোর্স-বিজিবি সহ সবাই আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমার কর্মী-এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটারদের আনা নেয়ার জন্য আমার ৯৫টি রিক্সার চাবী নিয়ে নেয়া হয়েছে। কিন্তু আনারস প্রতীকের চাবী নেয়া হয়নি। অবাধ-সুষ্ঠু নির্বাচনের নামে ব্যালটে সীল মারা হয়েছে, ব্যালটের সিরিয়ালের সাথে কোন মিল ছিল না। আমি অনতিবিলম্বে পুননির্বাচনের দাবী করছি।