কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কাছে (লাঙ্গল) প্রতিক নিয়ে আপনাদের কাছে ভোট ভীক্ষার জন্য এসেছি। লাঙ্গল হলো মঙ্গলের প্রতীক, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন আমি নির্বাচিত হলে আপনাদের মঙ্গল হবে। এছাড়াও পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। আমি আপনাদের সেবা করার জন্য এসেছি।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় বসুহাট জিরো পয়েন্ট তাঁর নির্বাচনী পথসভায় এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ভোট করার জন্য এসেছি আমি বিক্রি হওয়ার জন্য আসেনি, আমি যেহেতু নির্বাচনে এসেছি আমি কোন দলের নয় আমি আপনাদের সকলের। জাতিয় পার্টি আমাকে লাঙ্গল প্রতীক দিয়েছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আসতে বিলম্ভ হওয়ার কারণ আমাদের অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এখানে আসতে হয়েছে আমাদের প্রতিপক্ষ এখানে যারা আছেন উনাদের পথ অনেক মসৃণ আমাদের পথ অনেক কঠিন। অনেকে ভোটে আসতে চান কিন্তু আসতে পারেন না, ভয় পান, যেন ভোট দিলে ভয় ভোট না দিলে কি ভয়!সাধারণ মানুষ এখন মহাবিপদে পড়ে গেছেন কিন্তু মনে রাখবেন ভোট আপনার, আমার সকলের অধিকার। এ ভোট কেউ কেড়ে নেওয়ার সুযোগ নেই।আপনার ভোট কেউ কেড়ে নেয়ার অধিকারও নেই, আপনার ভোট শুধু মাত্র আপনারই। আমি আপনাদের মাঝে এসেছি ভোট ভিক্ষার জন্য। আপনারা পরিবর্তন চান কিন্তু সাহস করেন না। ৭১’এ স্বাধীনতা করেছেন তখন কিন্তু কিছু ছিলোনা, ছিলো আপনাদের মনোবল।আমি মনোবল নিয়ে এসেছি। আপনারা জাগ্রত হোন। আমি, আপনি পরিবর্তন হলে এ দেশ পরিবর্তন হবে। আপনারা যদি পরিবর্তন করতে না চান, আপনাদের ভাগ্য পরিবর্তন হবেনা। আমি এসেছি আপনাদের পাশে থাকার জন্য।
এসময়ে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন। কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হেকিম মো: শহীদ উল্যাহ, যুগ্ন আহবায়ক আবদুল হালীম বাচ্চু (আমিন), সদস্য সচিব নেজাম উদ্দীন, কবিরহাট উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আমির হোসোন, বসুরহাট পৌরসভা জাতীয় পার্টি সদস্য সচিব মহিবুল হক নাহিদ, মুছাপুর ইউনিয়ন জাতীয় পার্টি আব্দুল মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।