সাহিত্য রিপোর্ট :
লেখক-সাহিত্যিক আমাদের সমাজের দর্পণ। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের ভুল-ত্রুটি, ভালো-মন্দ, অসঙ্গতি- সবকিছু তুলে ধরতে পারে। নিরেট আনন্দ দিতে পারে। নিরানন্দ জীবনে একটা ভালো গল্প, একটা ভালো কবিতা ও প্রবন্ধ অনেক বেশি উপকারে আসতে পারে মানুষের জীবনে। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৪ প্রদান অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মাহবুবা চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যেকোনো মানুষই তার কাজের স্বীকৃতি চায়। তবে লেখক হোক, গায়ক হোক বা অভিনয়শিল্পী হোক সে কিন্তু পুরস্কারের আশায় কাজ শুরু করে না। কিন্তু কাজ করতে করতে যখন সে পুরস্কার পায়, কাজের স্বীকৃতি পায়- তখন তার কাজের স্পৃহা আরও বেড়ে যায়, দায়িত্ব আরও বেড়ে যায়। যারা পুরস্কার পেয়েছেন তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে- আগের চাইতে তারা আরও ভালো কিছু আমাদের উপহার দিবেন। লেখক-সাহিত্যিকদের পুরস্কৃত করার জন্য ডিআরইউকে তিনি ধন্যবাদ জানান।
ডিআরইউ সদস্যদের সাহিত্য চর্চায় উৎসাহিত করার পাশাপাশি তাদের সাহিত্যকর্মের স্বীকৃতি দিতে প্রতিবারের মতো এবারো সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননার আয়োজন করে। এ বছর ডিআরইউ সাহিত্য পুরস্কার পেয়েছেন ৩ জন। কাব্যে (কবিতা/ছড়া) হাসান হাফিজ (কালের কণ্ঠ) মননশীল (প্রবন্ধ ও গবেষণা) ক্যাটাগরিতে জাকির হোসেন (কালবেলা) ও কথাসাহিত্যে (গল্প/উপন্যাস) আহমেদ আল আমীন (বাংলাদেশ প্রতিদিন)।
ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান (মিজান রহমান), সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা)।