কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার( প্রতীক ফুটবল) তাঁর নির্বাচনী নারী সমাবেশে বক্তব্যে বলেন,
এ দেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী। দেশের অর্ধেক জনগোষ্ঠী যদি অনগ্রসর হয় তবে সে দেশের সঠিক উন্নয়ন সাধনকরা কোন ভাবেই সম্ভব নয়। এ বিষয়েটি অনুধাবন করেই আমি দীর্ঘ দিন যাবত নি:স্বার্থভাবে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ও আত্ম সামাজিক উন্নয়নে নানাবিধ কর্ম তৎপরতায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছি
আপনাদের সহযোগিতা পেলে আমার এ কাজ গুলি আগামী দিনেও অব্যাহত থাকবে।
শুক্রবার (১৭মে) তাঁর নির্বাচনী এলাকা চর এলাহী, রামপুর, মুছাপুর ও চরফকিরা ইউনিয়ন চারটি নারী সমাবেশে এ কথা গুলো বলেন।
তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে আরো বলেন, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের স্বাবলম্বী ও মর্যাদাবান করার জন্য নারী সমাজকে নিয়ে সংগঠন তৈরী, সচেতনতা বাড়ানো আয়মুখী করান,জীবিকা নির্বাহে দক্ষতা বৃদ্ধি, নারী শিক্ষা, স্বাস্থ্য সেবা বৃদ্ধি, মৌলিক মানবাধিকার সংরক্ষণ,নারীর ক্ষমতায়ন ইত্যাদি নিয়ে কার্যক্রম অব্যাহত রাখবো। পাশা পাশি সুবিধা বঞ্চিত বিধবা বাল্যবিবাহ ইভটিজিং নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে অবিচল থাকবো।
আগামী ২৯ মে আমার ফুটিবল মার্কায় ভোট দিয়ে জন গুরুত্বপূর্ণ কাজ গুলোকে আরো বেগবান করে স্মার্ট কোম্পানীগঞ্জ উপজেলা গঠনে সুযোগ দিন।
এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি আক্তার জাহান বকুল, সাধারণ সম্পাদক নাজমা বেগম শিফা, বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগ সভাপতি ফরিদা ইয়াছমিন মুক্তা, সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার হ্যাপী। রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভানেত্রী রোকেয়া বেগম, মুছাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আয়েশা আক্তার জেসিসহ অন্যান্য নেতৃবৃন্দ।