কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, আমি প্রশাসনের বিরুদ্ধে নই, আমি অনিয়মের বিরুদ্ধে। আমি যতদিন বেঁচে থাকি ততদিন সাহস করে সত্যা কথা বলব। অন্যায় অনিয়ম অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করব, প্রতিরোধ গড়ে তুলব। সেজন্য আজকে কথা বলছি। অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি অনেকের কাছে অপ্রিয় হয়ে গেছি। অনেকে সম্মান দিয়ে কথা বলেনা।
বুধবার (২ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের রূপালী চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ক্রিমিনালে দেশ পুরে গেছে। অনেক চুপ ছিলাম, আর থাকবো না। সাহস করে সত্য কথা বলব। আজকে নকল আওয়ামী লীগের ভিড়ে আসল আওয়ামী লীগ হারিয়ে গেছে। যারা গরীব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পুলিশ নিয়োগ দিয়ে টাকা খায় তাদেরকে আমি ঘৃণা করি।
কর্মি সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপপিস্থত ছিলেন।