নিউজ ডেস্ক :: ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতার সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ দুপুরে সাইবার ট্রাইব্যুনাল তার জামিন আদেশ বাতিল করে এ আদেশ দেন।এর আগে সোমবার দুপুর পৌনে ১২টায় তাকে বহনকারী গাড়িটি শাহবাগ থানা থেকে রওনা হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাইবার ট্রাইব্যুনালে পৌঁছায়। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুর ২টার দিকে তাকে সাইবার আদালতে তোলা হয়।