কোম্পানীগঞ্জ ( নোয়াখালী ) প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে ৮দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৭ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চরফকিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়(হরিয়ালী স্কুল) সংলগ্ন মদিনা মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে ৮ দোকান পুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় বাসিন্দা আশ্রাফ হোসেন রবেন্স জানান, দিবাগত রাত আনুমানিক ৩টার সময় এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয় কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান সঠিকভাবে নিরূপন করা সম্ভব হয়নি।