কোম্পানীগঞ্জে আরো ৪ জনের করোনা শনাক্ত

0
2

নুর উদ্দিন মুরাদ :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রথম করোনা শনাক্ত রোগী বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের মুকবুল স্বর্ণকার বাড়ির মুকবুল আহমদের ছেলে আব্দুল মন্নানের পরিবারের আরো ৩ সদস্যসহ নতুন করে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এরা হলেন, কোম্পানীগঞ্জের প্রথম করোনা রোগী আব্দুল মন্নানের স্ত্রী রৌশন আরা(৫০), আব্দুল মন্নানের পুত্রবধু শাহানারা বেগম(২৫) এবং তাদের বাড়ির আবুল কালামের স্ত্রী ফেন্সী আক্তার(২১)। এছাড়া উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইব্রাহিম মাষ্টার বাড়ির ইমদাদুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম (৩০) করোনা আক্রান্ত হয়েছে বলে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম বলেন, সতর্কতা না থাকা এবং বেখায়ালি ও বেপোরোয়া আচরনের ফলে রোগী বাড়ছে। আমাদের আরো বেশী সতর্ক হতে হবে। আক্রান্তের লক্ষণ দেখা গেলে আমাদের সাথে যোগাযোগ করে করোনা টেষ্ট করুন।

উল্লেখ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী কোম্পানীগঞ্জে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here