কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ৭ ডিসেম্বর) সকালে বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক সমাজের সদস্যরা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার। তিনি বলেন, “শিক্ষকরা জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সমাজকে আলোকিত করবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও
বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন লিটন। তিনি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “শিক্ষার মান উন্নয়নে তাঁদের অবদান অনস্বীকার্য।” অন্যদিকে, বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শিক্ষকদের অধিকার রক্ষায় তাঁর অবস্থানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এ বি এম হেলাল উদ্দিন এ আয়োজন শিক্ষকদের মধ্যে একতা এবং সহযোগিতার মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।