কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে খাল থেকে এক অজ্ঞাত যুবতীর (২০) আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা বাজার সংলগ্ন কোম্পানীগঞ্জ-দাগনভ‚ঞা-সোনাগাজী উপজেলার সীমান্তবর্তী দাদনার খাল থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চরপাবর্তী ৫নং ওয়ার্ডের জনতা বাজার খালের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় এক নারীর পোড়া লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩টি উপজেলার বর্ডার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। কে বা কাহারা ওই যুবতীকে হত্যা করে। চোরা দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে তারপর আগুন দিয়ে মুখসহ শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে দেয়।
এসপি আলমগীর বলেন, যেহেতু মরদেহটি অজ্ঞাত। তাই মরদেহটি উদ্ধার করে ফ্রিজিংয়ে রাখা হবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।