কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫’শ গ্রাম গাঁজাসহ মোঃ রহমত উল্যা (৫১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রহমত উল্যাহ (৫১) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাহজাদপুর গ্রামের আহম্মদ সর্দার বাড়ির মৃত সফি উল্যার ছেলে।
জানা যায়, কোম্পানীগঞ্জ থানার ১২৬৮নং ডায়েরী মূলে মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনির নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহফুজুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকালীতে অভিযান চালিয়ে রহমত উল্যাকে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রহমত উল্যার অপর দুই সহযোগী পালিয়ে যায়।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাহফুজুর রহমান বাদী হয়ে রহমত উল্যাহসহ তিনজনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১৯ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন।