কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরম গ্যাস সংকটে বাসাবাড়িতে দিনভর জ্বলে না চুলা। প্রচণ্ড শীতের মধ্যেই মধ্যরাতে হচ্ছে রান্নার কাজ। এতে গৃহবধূদের ভোগান্তির শেষ নেই।
সোমবার দিনের বেলায় গ্যাস থাকবে না—শঙ্কায় মধ্য রাতে রান্না করে রাখছেন গৃহবধূরা। সেই খাবার দিনের বেলায় গরম করে খাওয়ার উপায় ছিল না অনেকের। আবার অনেকে ছাঁদে ইট দিয়ে বা মাটির তৈরি চুলোই রান্না করে কোনা রকম দুপুরে আহার সেরেছেন। খাবারের হোটেল গুলোতেও লম্বা লাইন দেখা গেছে।
অন্য দিকে রোববার বিকেলে সোমবার গ্যাস থাকবেনা জানিয়ে মাইকিং করলেও মঙ্গলবারও গ্যাস না থাকায় আরো বিপাকে পড়েছে জনসাধারণ। এতে তাদের প্রাত্যাহিক জীবনের কাজকর্মে তীব্র ব্যাঘাত ঘটছে।
গ্যাস সঙ্কটের কারণে ভুক্তভোগীরা জানান, এভাবে চলমান সমস্যার সমাধান না হলে স্বাভাবিক জীবন যাপন কঠিন হয়ে পড়বে। শীতকাল চলছে, শিশু ও বৃদ্ধদের জন্য গরম পানি ,খাবার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গ্যাস সঙ্কটে তা সম্ভব হচ্ছেনা।
এবিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের বসুরহাট অফিসে দায়িত্বরত সহকারী প্রকৌশলী আমান উল্যাহ জানান, গ্যাস সঙ্কট রয়েছে। পাশাপাশি আমাদের ফেনীতে কাজও চলছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।


