কোম্পানীগঞ্জে জামিনে এসে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন, শোক কাটতে না কাটতে আতঙ্কের চাপ কৃষক হালীম’র

Date:

কোম্পানীগঞ্জ( নোয়াখালী) সংবাদদাতা:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষক আব্দুল হালীম’র বসত ঘরে অগ্নিসংযোগে জড়িত ঘটনার মামলার আসামীরা জামিনে এসে হত্যার হুমকি’র প্রতিবাদে মানববন্ধন করা হয়। এ মানববন্ধন অনুষ্ঠিত হয় আজ সোমবার( ১০ অক্টোবর)  সকাল ১১ঘটিকায় চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে। 

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে সমাজ কমিটির সাধারণ সম্পাদক  মোঃ বেলাল লিখিত বক্তব্যে  বলেন  ৮নং ওয়ার্ডের ভূমিহীন, কৃষক আব্দুুল হালীমকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার জন্য এলাকার মাদক সেবী ভূমিদস্যুবাদ সন্ত্রাসী আবু ছায়েদ মানিক এর নেতৃত্বে গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে কৃষক আব্দুল হালীম’র পরিবারে সকল সদস্যকে ঘুমের আচ্ছন্ন থাকা অবস্থায় বসত ঘরে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায়  কোম্পানীগঞ্জ থানায় কৃষক আবদুল হালীম’র স্ত্রী বিবি আয়েশা বাদী হয়ে আবু ছায়েদ মানিককে  প্রধান আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ মামলার অপর আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করলেও মামলার প্রধান আসামীসহ কয়েকজন অপরাপর আসামী পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আদালত থেকে জমিনে এসে ফের কৃষক আব্দুল হালীমসহ তার পরিবারে সদস্যদের জবাই করে হত্যার হুমকি দেয় ভূমিদস্যু আবু ছায়েদ মানিকসহ তার সাঙ্গপাঙ্গরা। কৃষক আব্দুল হালীম এর ঘর পোড়ার শোক কাটতে না কাটতে হত্যার হুমকির ভয়ে আতঙ্কের চাপ পোহাতে হচ্ছে। তাকে ভিটে  বাড়ী থেকে উচ্ছেদ করার জন্যে ভূমি দস্যুরা এ চক্রান্ত গুলি করে যাচ্ছে।

মানববন্ধনে নারী-পুরুষ অংশগ্রহণকারীরা আরো বলেন, এ অসহায় পরিবারের পাশে দাঁড়ানো যে কোন সচেতন মানুষ তার মানব জন্মের দায় মনে  করি। মানুষ পরিচয়ে থেকে কিভাবে ভয়ানক, অমানুষে রুপান্তর ঘটালো সেটা নিয়ে এলাকার সাধারণ  মানুষের মনে বিস্ময়। এ ছাড়াও  অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় এক ভয়ঙ্কর বিষয় হয়ে উঠেছে  যা এলাকাবাসীর উদ্বেগের কারণ। 

এক ইউপি সদস্যের সহযোগিতায় তাদের অপকর্মের সাহসের মূল উৎস। আবু ছায়েদ মানিক, আবু নাছের, সৈয়দ আহম্মদ মোঃ ডালিম, আনোয়ার হোসেন, আবদুল হাইরা  অসৎ এবং একটি ভয়ঙ্কর সন্ত্রাসের নাম। তারা এলাকায় একটি নেশাগ্রস্থ গ্রুপে উপজীব্য করে শক্তির বলয় গড়ে তুলেছেন। যার ফলে এলাকায় সাধারণ ও নিরীহ মানুষদের জীবন-যাপন, বসবাস, চলাফেরা করা হুমকি হয়ে উঠেছে। ভূমীদস্যু আবু ছায়েদ মানিকসহ অপরাপর আসামীরা এর পূর্বে কৃষক আবদুল হালীম’র দখলীয়-জায়গা আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইন অমান্য করে জোরপূর্বকভাবে জমিনে হাল দিয়ে  আমন ধান রোপন করে থাকে। 

নাম প্রকাশে অনৈচ্ছুক একজন জনপ্রতিনিধিকে ইঙ্গিত করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা  বলেন, একজন জন প্রতিনিধি প্রকাশ্যে মদদ দিচ্ছেন এমনকি আব্দুল হালীম’র বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আবদুল হালীম না কি  তার বসত ঘরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের ঘরে অগ্নিসংযোগ করছেন। এ মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

অপর দিকে কৃষক আব্দুল হালীমসহ তার পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে একে একে অনেকের এলাকায় বসবাস করা ও শান্তিতে থাকার পথ বন্ধ হয়ে যাবে।  ফলে এলাকাবাসী এসকল ভূমীদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন ও আদালতের কাছে তাদের শাস্তির দাবী করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে পাবলিক লাইব্ররি পক্ষ থেকে শুভেচ্ছা জানান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :নবাগত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ...

কোম্পানীগঞ্জে জামায়াতে’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে...

কোম্পানীগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে...

কোম্পানীগঞ্জে মা-মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ, আটক ২

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে...