কোম্পানীগঞ্জ (নোয়খালী) প্রতিনিধি :: করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সহযোগিতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংক অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছে।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ সেলিমের নিকট দুই হাজার লিটারের একটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউল হক মীর।
এসময় আরও উপস্থিত ছিলেন, পল্লী সঞ্চয় ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার শাখা ব্যাবস্থাপক নজরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ সোহরাব হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।