কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে খোলা মাঠে নামাজ আদায় করেছেন এলাকাবাসী। শনিবার (১মে) সকালে চরহাজারী ইউনিয়নের হাজারীহাট জামে মসজিদ সংলগ্ন খোলা মাঠে ধর্মপ্রাণ মানুষ এ নামাজ আদায় করেন।
নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাজারীহাট জামে মসজিদের ইমাম আলী আহম্মদ।
তিনি বলেন, বৈশাখের অর্ধেক মাস পার হলেও বৃষ্টির দেখা নেই। অনাবৃষ্টিতে ফসল উৎপাদনে সমস্যা হচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। মানুষ সহ সকল জীব কষ্ট পাচ্ছে। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এ নামাজ আদায় করা হয়েছে।