কোম্পানীগঞ্জে ভোটার দিবস পালিত

0
3

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

আজ জাতীয় ভোটার দিবস। নোয়াখালী’র  কোম্পানীগঞ্জে ৫ম বারের মতো সারা দেশের  ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।   এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’। দিবসটি উপলক্ষ্যে আজ সকাল ৯ ঘটিকায়  উপজেলা পরিষদ নতুন ভবনের হল রুমে  উপজেলা নির্বাহী  অফিসার মো: মেজবা উল আলম  ভূঁইয়া’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসময়ে  বক্তব্য রাখেন নোয়াখালী  জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, নির্বাচন আফিসার আরিফুল ইসলাম,  উপজেলা  প্রেসক্লাব সভাপতি এএইচ এম  মান্নান মুন্না, উপজেলা  প্রাণী সম্পদ  কর্মকর্তা ফেরদৌসী। আলোচনা  শেষে পরিষদ  ভবনের সামনে হতে  র‍্যালি বের হয়। পরে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here