কোম্পানীগঞ্জে রোগ যন্ত্রণায় অতিষ্ঠ বৃদ্ধের আত্মহত্যা

0
2

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে রোগ যন্ত্রণায় অতিষ্ঠ এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৭ মে) ভোররাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মজিবুল হক সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

চরকাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্যাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, জীবনের পড়ন্ত সময়ে গত আড়াই বছর ক্যান্সারের যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন বৃদ্ধ জসিম উদ্দিন। রোগের যন্ত্রণা থেকে মুক্তি পেতে  আজ ভোররাতে তিনি পরিবারের সবার অগোচরে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, নিহত বৃদ্ধ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারের প্রচণ্ড কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করছে পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here