কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট করালিয়া থেকে টুইন্যা পুকুর পর্যন্ত বাইপাস সড়কে (লিংক রোড়) গ্যাসের রাইজার রেখেই ঢালাই দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাইজার সরিয়ে নিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী শাখায় বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রাইজার স্থানান্তর না করার ফলে সড়কে গ্যাসের রাইজার রেখেই ঢালাই দিয়েছে ঠিকাদারি প্রতাষ্ঠান।
সূত্রে জানা যায়, বাইপাস সড়কে শেষ মূহুর্তের ঢালাইয়ের কাজ চলছে। রাস্তার মাঝখানে বিভিন্ন স্থানে রয়েছে ৬টি গ্যাসের রাইজার। এতে করে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ মুন্না বলেন, প্রকল্পের কাজ শেষ করতে আমাদের তাগিদ রয়েছে। তাই ৪ ফুট করে জায়গা খালি রেখে ঢালাই দিতে হচ্ছে। এটা সরালে আমরা ফের এসে এ কাজটুকু শেষ করবো।
সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেছেন, সড়ক থেকে রাইজার সরিয়ে নিতে আমরা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালীর শাখায় বেশ কয়েকবার চিঠি দিয়েছি। তাদের বার বার চিঠি দেওয়ার পরও তারা রাইজারগুলো সরিয়ে নেননি। এখন তাদেরকে বলবো তারা যেনো দ্রুত রাইজারগুলো সরিয়ে নেন।