কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাফর প্রকাশ শেখ আহম্মদ কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি জাফর চরহাজারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত আবদুল রশিদ ছেলে।
শুক্রবার রাত ৮ টায় উপজেলার বসুরহাট পৌরসভার জিরো পয়েন্ট থেকে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) রবিউল ইসলাম তাকে গ্রেফতার করে। সে ২০০৫ সালে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতায় দায়ের হওয়া একটি মামলায় ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী।
পুলিশ জানায়, সে সাজা মাথায় নিয়ে নির্বিগ্নে মাছ বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই রবিউল ইসলাম তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।