কোম্পানীগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণ, আদালতে জবানবন্দি

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ। ধর্ষণের স্বীকার ওই ছাত্রীকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে জবানবন্দি নেয়া হয়েছে।

 ধর্ষণের এ ঘটনাটি ঘটে, গত ২৮ আগষ্ট রবিবার রাত সাড়ে ১২ ঘটিকায়। ছাত্রীর পিতা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাদপুর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী। সে গত ২৮ আগস্ট রাত সাড়ে ১২ ঘটিকায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা একই বাড়ির আনোয়ার হোসেন ওরপে কালা (৩৫) একা পেয়ে তার ওড়না নিয়ে তাকে মুখ পেছিয়ে পাশে সাহাব উদ্দিনের ঘরের পাশের গলিতে নিয়ে উপর্যপুরি ধর্ষণ করে চলে যায়। পরে ভিকটিম স্বাভাবিক হলে ঘরে এসে তার দাদীকে জানালে তিনি মোঃ হানিফকে (ভিকটিমের পিতা) জানায়। ঘটনার বিবরণ জেনে মেয়ের শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে। সে ৪ দিন গাইনি বিভাগে চিকিৎসা শেষে বাড়ীতে রয়েছে। হানিফ পেশায় একজন বাসের হেলপার(ড্রিম লাইন)।

ভিকটিমের পিতা মো: হানিফ মিয়া জানান, আমার স্ত্রী নারী শ্রমিক হিসেবে জর্দানে কর্মরত রয়েছে। এ সুযোগে কয়েক মাস ধরে আনোয়ার হোসেন ওরপে কালার খারাপ দৃষ্টি পড়ে আমার মেয়ের দিকে। কালা বিবাহিত এবং ২ সন্তানের জনক। সম্পর্কে সে আমার মামাতো ভাই। ঘটনার দিন আমার ঘরে শুধু আমার বৃদ্ধা মা ছিল। সে এ সুযোগটাকে কাজে লাগিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। আমি ৩১ আগষ্ট বুধবার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। অভিযোগটি প্রত্যাহার করতে এ যাবৎ নানাভাবে হুমকি ধমক দিচ্ছে।

এ ব্যাপারে ধর্ষণকারী কালার পিতা জয়নাল আবেদিনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে সে কোন কথা বলতে রাজি হয়নি। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ সাদেকুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে ভুক্তভোগীর পিতা হানিফ মিয়া আজ বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন ওরপে কালাকে পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে পাবলিক লাইব্ররি পক্ষ থেকে শুভেচ্ছা জানান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :নবাগত কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ...

কোম্পানীগঞ্জে জামায়াতে’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে...

কোম্পানীগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে...

কোম্পানীগঞ্জে মা-মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ, আটক ২

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে...