নুর উদ্দিন মুরাদ :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩২৯ টি মসজিদে সরকারের নগদ প্রণোদনা প্রদান করা হয়েছে। সোমবার (১ জুন) বসুরহাট পৌরহলে পৌরসভার ৪৯ টি মসজিদে প্রণোদনা বিতরনের মধ্য দিয়ে এ বিতরন কার্যক্রম শুরু হয়।
এসময় মসজিদগুলোর ইমাম ও পরিচালনা কমিটির সভাপতি হাতে প্রণোদনা বাবদ নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফয়সাল আহমেদ,সহকারী কমিশনার( ভূমি) সুপ্রভাত চাকমা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি খিজির হায়াত খাঁন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, করোনা পরিস্থিতিতে মসজিদগুলোতে সামাজিক দুরুত্ব বজায় রাখার স্বার্থে মুসুল্লীদের সমাগমে সরকারি বিধিনিষেধ রয়েছে। যে কারণে মসজিদের দৈনন্দিন আয় বন্ধ হয়ে যাওয়ায় সরকার মসজিদ পরিচালনার স্বার্থে এবং ইমাম-মোয়াজ্জিনদের কথা বিবেচনা করে ইসলামী ফাউন্ডেশন এই অর্থ বরাদ্দ দেন।সে অনুসারে উপজেলার ৩২৯ টি মসজিদে বরাদ্দ প্রদান করা হবে। জনদুরত্ব যেনো বজায় থাকে সেজন্য ধাপে ধাপে পৌরসভা ও ইউনিয়ন গুলোর মাঝে বিতরন করা হবে। যার অংশ হিসেবে আজ পৌরসভায় বিতরন করা হয়েছে।