কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউনের সময় নিন্ম আয়ের মানুষের জীবনযাত্রা চরম হুমকির মুখে পড়েছিল। যার প্রভাব এখনও বিদ্যমান। বিদ্যমান এ প্রভাবের খবর জানতে পেরে নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার কৃতিসন্তান, বামনী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ নিউইয়র্ক শাখার সভাপতি আমেরিকা প্রবাসী রমেশ চন্দ্র নাথ।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজারস্থ বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ চত্বরে রামপুর ইউয়িনের হতদরিদ্র ৪শ পরিবারের মধ্যে রমেশ চন্দ্র নাথের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আহাদ খোকন ভূঁঞা, রামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, মাস্টার শাহ জামাল সবুজ, নিত্য কুমার ভৌমিক, আবদুল মালেক, ছিদ্দিক উল্যাহ ভুট্টু, আবদুর রাজ্জাক লিটন, সোহরাব হোসেন বাবর, প্রভাষক জিল্লুর রহমান টিপু, গাজী উল্যাহ শ্যামল, মোঃ মাসুদ প্রমুখ।
রমেশ চন্দ্র নাথ প্রবাস জীবনে শত ব্যস্ত থাকলেও প্রাণের টানে তার জন্মভূমি নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের মানুষের কথা ভুলতে পারেনি। নিরন্তরই ভাবেন। তিনি যুক্তরাষ্ট্র থাকলেও আত্মার উপলব্ধি থেকে আয়ের একটি অর্থের অংশ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দুর্যোগের ফলে নিজ এলাকার অসহায় ৪শ অসহায় হতদরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, রসুন ও তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।