এএইচএম মান্নান মুন্না :’ নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সফল ৫ নারী জয়িতাকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
‘অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ ‘শীর্ষক আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর’র সভাপতিত্বে এসময়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না,বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, থানা পরির্দশক (ওসি তদন্ত ) মিজানুর রহমান ,মুক্তিযাদ্ধা আবু নাছেরসহ অন্যান্য নেতৃবন্দ ।
জয়িতাদের মধ্যে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারীর জীবন ও সংগ্রামের গৌরবগাথা তুলে ধরে বক্তব্য রাখেন জয়িতা রেবেকা জাহান ।
যে ৫ ক্যাটাগরিতে সফল নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয় তাঁরা হলেন সফল জননী নূর জাহান ,সমাজ উন্নয়নে অসামন্য অবদান রেখেছেন সাজেদা খানম ,জীবন সংগ্রামে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রেবেকা জাহান ,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী সামছুন নাহার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী রহিমা আক্তার এর হাতে তুলেদেন সম্মাননা সনদ ,ক্রেষ্ট, ও একটি করে শীতের শাল ।