কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার সবকটি ইউনিয়নে রাতভর অভিযান পরিচালনা করে। তাদের অভিযানে ৭ জন আসামী গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, কবিরহাট উপজেলার লামছি এলাকার মাদকসেবী মো. আলা উদ্দিন মিষ্টার (৩৩), মো. সালা উদ্দিন বুলেট (২৫), চর ফকিরা ইউনিয়নের রিয়াদ হোসেন (২২), পন্ডিতের হাট অলি উল্যাহ সাগর (১৯), বসুরহাট পৌরসভার কাজী নজরুল ইসলাম (১৯), জিয়াউল ইসলাম (৩৮), সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার সাজাপ্রাপ্ত আসামী চন্দন কুমার শীল (৩২)। গ্রেফতারকৃতদের মধ্যে বসুরহাট পৌরসভার কাজী নজরুল ইসলাম ও জিয়াউল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনমাসের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ওয়ারেন্ট তামিল ও সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে মাদকসহ আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।